বাগ্মিতার কৌশল

গুরুত্বপূর্ণ প্রবাদ

  • যত হাসি তত কান্না
    বলে গেছেন রাম সন্যা
  • উদোর পিন্ডি বুদোর ঘাড়ে

কবিতা/ছড়া

  • এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
    জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
    চলে যেতে হবে আমাদের।
    চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
    প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
    এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
    নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
  • অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
    যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
    যাদের হৃদয়ে কোনো প্রেম নেই - প্রীতি নেই - করুণার আলোড়ন নেই
    পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
    যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
    এখনো যাদের কাছে স্বাভাবিক ব'লে মনে হয়
    মহত্‍‌ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
    শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।
  • একবার নিতান্ত ইচ্ছা হইল, ‘ফিরিয়া যাই, জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি’— কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে— এবং নদীপ্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার।
  • যতকাল রবে পদ্মা-যমুনা
    গৌরী মেঘনা বহমান
    ততকাল রবে কীর্তি তোমার
    শেখ মুজিবর রহমান।
  • তোর আপন জনে ছাড়বে তোরে,
    তা ব’লে ভাবনা করা চলবে না।
    ও তোর আশালতা পড়বে ছিঁড়ে,
    হয়তো রে ফল ফলবে না।
    আসবে পথে আঁধার নেমে , তাই ব’লেই কি রইবি থেমে–
    ও তুই বারে বারে জ্বালবি বাতি,
    হয়তো বাতি জ্বলবে না।
  • যৌবনের গান

গুরুত্বপূর্ণ বাক্য

  • যত হাসি তত কান্না
    বলে গেছেন রাম সন্যা
  • সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন

গুরুত্বপূর্ণ উক্তি

  • যত হাসি তত কান্না
    বলে গেছেন রাম সন্যা
  • যদি লাগে কহর
    না ছাড়িয়ো শহর
  • “মানুষ এক সময় না এক সময় জয়ী হয়। পরাজিত হবার জন্য মানুষের জন্ম হয় নাই।”
    — হুমায়ূন আহমেদ
  • এ দিন আজি কোন্‌ ঘরে গো
    খুলে দিল দ্বার।
    আজি প্রাতে সূর্য ওঠা
    সফল হল কার।
    কাহার অভিষেকের তরে
    সোনার ঘটে আলোক ভরে।
    উষা কাহার আশিস বহি
    হল আঁধার পার।
    বনে বনে ফুল ফুটেছে,
    দোলে নবীন পাতা--
    কার হৃদয়ের মাঝে হল
    তাদের মালা গাঁথা।
© copyright-2020 Rejaul